top of page

পুল-গ্যারেজ বদলে ইংরেজবাজারে সুফল বাংলা স্টল

ইংরেজবাজারে শুরু হতে চলেছে জেলার দ্বিতীয় সুফল বাংলার স্টল। প্রায় ২৪০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে থাকবে এই বিপণি। এই স্টল থেকে কম দামে সবজি কিনতে পারবেন সকলে।


প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই স্টল। বুধবার সকালে জেলাশাসক দফতর ও শুভঙ্কর শিশু উদ্যান সংলগ্ন পুল-গ্যারেজ স্থানটি সুফল বাংলা স্টলের জায়গা হিসেবে পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র এবং জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্তারা। এর আগে যখন আলুর দাম হয়েছিল আকাশছোঁয়া, তখন ১৫ টাকা কেজি দরে সুফল বাংলা স্টল থেকে আলু বিক্রি করেছিল রাজ্য। ব্যাগ হাতে সেসময় আলু কেনার জন্য লম্বা লাইন দেখেছিল শহর।


Second sufal bangla stall in Malda
শুরু হতে চলেছে জেলার দ্বিতীয় সুফল বাংলার স্টল

জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, এই স্টলে টাটকা শাকসবজি থেকে শুরু করে আনাজপত্র মিলবে বাজার থেকে বেশ কিছুটা কম দামে। কৃষকদের কাছ থেকে সরাসরি উৎপাদিত পণ্য কিনে নিয়ে নাগরিকদের কাছে বিক্রি করার সুযোগ থাকবে। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অনুপম মৈত্র বলেন, চার মাসের মধ্যেই এই বিপণি চালু হবে বলে আশা করা যাচ্ছে। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে সুফল বাংলার স্টল।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page