top of page

বাতিল বেশ কিছু ট্রেন, রেল লাইন ঘেঁষে বইছে গঙ্গার জল

বিহারের বন্যা পরিস্থিতির জেরের দিনের পর দিন জলস্তর বাড়ছে গঙ্গার। ইতিমধ্যে বিভিন্ন এলাকার রেল লাইনের পাশ দিয়ে তীব্র গতিতে বইছে গঙ্গার জল। এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে পূর্ব রেলের মালদা ডিভিশন। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।


ডিআরএম যতীন্দ্র কুমার জানান, এখন বিহার সেকশনের সাহেবগঞ্জ, ভাগলপুর এবং জামালপুরের মধ্যে গঙ্গার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কোথাও ব্রিজের গার্ডার ছুঁয়ে নদীর জল বইছে। আবার কোথাও লাইনের উপর দিয়ে জল বইছে। দুর্ঘটনা এড়াতে ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি দিল্লিগামী ট্রেনগুলিকে ভাগলপুর থেকে বাঁকা, জসিডি, পাটনা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মালদা থেকে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস এখন কাটিহার হয়ে যাতায়াত করছে।



ডিআরএম আরও জানান, প্রবল বৃষ্টিতে গত শনিবার মালদা ডিভিশনের সুজানিপাড়া ও জঙ্গিপুরের মধ্যে রেল লাইনে ধস নেমেছিল। সেখান দিয়ে ট্রেন যাতায়াত পুনরায় চালু করা হয়েছে। গঙ্গার জলস্তর কমলে পরিস্থিতি খতিয়ে দেখে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page