top of page

স্থানীয় প্রার্থী না পেয়ে বিজেপিতে টিএমসিপির ৩০

স্থানীয় প্রার্থী না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু সদস্য। আজ চাঁচল বিজেপি কার্যালয়ে প্রার্থীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তাঁরা। যদিও বিজেপির এই দাবিকে ভিত্তিহীন বলে কটাক্ষ ছাত্র পরিষদের জেলা সম্পাদকের।


তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সম্পাদক বুবাই সাহা জানান, চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভূমিপুত্র না পেয়ে আমরা আজ বিজেপিতে যোগদান করলাম। শুধু তাই নয় দলে আমাদের মান্যতা দেওয়া হত না। আমরা চাঁচলের উন্নতির জন্য স্থানীয় প্রার্থী দাবি করেছিলাম। কোনও বহিরাগত চাঁচলের উন্নতি করতে পারবে না। চাঁচলের উন্নতির জন্যই আমরা ৩০ জন আজ বিজেপিতে যোগ দিয়েছি।


জেলা বিজেপির সম্পাদক তথা চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপঙ্কর রাম বলেন, চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রায় ৩০ জন সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। আগামীতে আরও তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবে।



জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার বলেন, তৃণমূলের অনেক বিধায়ক, মন্ত্রী রয়েছেন তারা এবার টিকিট পাননি। রিপোর্ট কার্ড অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন। অনেকেই টিকিট পাওয়ার লোভে দল ছেড়ে পালিয়ে গিয়েছে বিজেপিতে। তাদেরই অনুগামীরা বিজেপিতে গিয়েছে। যারা গিয়েছে তাদের বেশিরভাগই ভোটার নয়। এতে দলের কোনও ক্ষতি হবে না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page