ভয়াবহ অগ্নিকাণ্ড মানিকচক বিদ্যুৎ দফতরে
মানিকচক বিদ্যুৎ দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একাধিক যন্ত্রাংশ। সকাল থেকে ব্লকের কোনও অংশে বিদ্যুৎ পরিসেবা নেই। বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক করতে লড়াই চালিয়ে যাচ্ছেন কর্মীরা। তবে পুরো পরিসেবা স্বাভাবিক হতে চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে বলে জানাচ্ছেন দফতরের কর্মীরা।
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গেছে, মানিকচক বিদ্যুৎ দফতরের সরবরাহ অফিসে শনিবার রাত দুটো নাগাদ হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা শুরু করেন কর্মীরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের জেরে রাত থেকে বিদ্যুৎ বিভ্রাট পুরো মানিকচক জুড়ে। হাসপাতাল নার্সিংহোমের মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত পরিসেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা। বিষয়টি দফতরের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছে। আপাতত সংযোগ এদিক ওদিক করে কিছু অংশে বিদ্যুৎ পরিসেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে পুরো পরিসেবা স্বাভাবিক হতে চার-পাঁচদিন সময় লাগতে পারে বলে জানান দফতরের কর্মীরা।
[ আরও খবরঃ “নিখরচায় লাইন মারুন!” ফেস্টুন বিতর্ক মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments