জমি বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাত, আক্রান্ত ৪
তিন শতক জমি নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দু’পক্ষের চারজন। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বিজলী এলাকায়।
আহতরা হলেন নজরুল হক, মুকলেসুর রহমান, মজিবুর রহমান এবং আবু তাহের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইনুল হক এবং মুখলেসুর রহমান সঙ্গে তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। শনিবার সকালে সেই জমি নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল বাধে। নিমেষে সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, হাঁসুয়া-লাঠি-সোটা নিয়ে দুপক্ষ একে অপরের ওপর হামলা চালায়। ঘটনায় আহত হন আইনুল হকের ভাই আবু তাহের এবং মজিবুর রহমান অপরপক্ষে আহত হয়েছেন মুকলেসুর রহমান এবং তার ভাই নজরুল হক।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। বর্তমানে সেখানে তাঁরা চিকিৎসাধীন। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
[ আরও খবরঃ ইংল্যান্ডের মাটিতে মালদার নাম উজ্জ্বল আলিশার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen