top of page

মালদায় পা রেখেই বিরোধী শূন্য করার হুঙ্কার ইয়াসিনের

বিজেপিতে যোগ দেওয়ার পর আজ মালদায় ফিরলেন শেখ ইয়াসিন৷ মালদায় পা রাখতেই জেলায় বিরোধী শূন্য করার হুঙ্কার দেন তিনি।


উল্লেখ্য, রতুয়ায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত শেখ ইয়াসিন গত ১৭ জানুয়ারি কলকাতায় বিজেপিতে যোগ দেন। তাঁর সঙ্গে দলবদল করেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩০ জন সদস্য, ১৩টি গ্রামপঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যন্যরা।



আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদায় ফেরেন ইয়াসিন। এদিন মালদা টাউন স্টেশনে তাঁর অনুগামীরা জমায়েত করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলায় বিরোধী শূন্য করে দেওয়ার হুঙ্কার দেন তিনি। বলেন, রতুয়ায় একসময় তৃণমূলের ভালো ক্ষমতা ছিল। তবে এবার নির্বাচনে রতুয়ায় যে প্রার্থী হবে, তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। আগামী ১০ দিনের মধ্যে বিরোধী শূন্য হয়ে যাবে রতুয়ায়। শুধু তাই নয় বিরোধী শূন্য হবে পুরো জেলাও। রতুয়ায় আব্বাস সিদ্দিকি যতই প্রভাব ফেলার চেষ্টা করুক, কিছুই করতে পারবে না। এবার শুধু পদ্ম ফুটবে।




প্রার্থী হওয়া নিয়ে মুখ খুলতে চাননি শেখ ইয়াসিন। তিনি বলেন, দলে যোগদানের সময় কোনো শর্ত রাখিনি। দল যেভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ করব।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page