Search
শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন গৌড়বঙ্গের অমিত ভট্টাচার্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 4, 2019
- 1 min read
Updated: Sep 17, 2020
আগামীকাল শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত ভট্টাচার্য। অমিতবাবু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান। তিনি জানালেন, শিক্ষারত্ন পুরস্কার রাজ্য সরকারের একটি প্রয়াস। এর মাধ্যমে শিক্ষকদের সম্মান জানান হয়। পুরস্কার পেয়ে অবশ্যই তাঁর ভালো লাগছে। আগামীতে নিজের কাজ আরও উৎসাহ ও উদ্দীপনার সাথে করতে এই পুরস্কার সাহায্য করবে।
অধ্যাপক অমিত ভট্টাচার্য আলিপুরদুয়ারের বাসিন্দা। বাবা রেলকর্মী হওয়ার সুবাদে পড়াশুনো করেন আলিপুরদুয়ারের রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে। এরপর আলিপুরদুয়ারে কলেজে পড়া শেষ করে ভর্তি হন উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৮ সালে নেট স্লেট কোয়ালিফাই করে ২০০০ সাল থেকে তিনি অধ্যাপনার কাজ শুরু করেন। প্রথমে ৮ বছর তিনি শিলিগুড়ি কলেজে অধ্যাপনার কাজ করেন। অধ্যাপনার করতে করতেই তিনি পিএইচডি শেষ করেন। ২০০৮ সাল থেকে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। ভারতরত্ন বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের আদর্শে বিশ্বাসী আমাদের জেলার অধ্যাপক অমিত ভট্টাচার্য।
Comments