প্রলোভন দেখিয়ে প্রাথমিক স্কুলের ছাত্রীদের যৌন নিগ্রহ, গ্রেফতার দোকানদার
প্রাথমিক ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক দোকানদারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আকতৈল গ্রামপঞ্চায়েতের কুলাডাঙা এলাকায়।
অভিযুক্ত দোকানদারের নাম রবি কর্মকার (৪৮)। রবি বিবাহিত। রবির সাইকেল মেরামতের দোকান। দোকানে চকলেট-বিস্কুটের মতো বেশ কিছু খাবার রাখে রবি। অভিযোগ, তার দোকানের সামনে দিয়ে স্কুল ফেরত প্রাথমিক স্কুলের ছাত্রীদের দোকানে ডেকে বিনামূল্যে চকলেট-বিস্কুট দিত রবি। পরে সবাইকে চলে যেতে বলে কোনও এক ছাত্রীকে দোকানে রেখে দিত। এরপর ওই পড়ুয়াকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করত সে। গতকালও এমনই ঘটনা ঘটে। বাড়ি ফেরার পর রাতে ওই ছাত্রী ভয়ে কাঁপতে থাকে। বিষয়টি নজরে আসতেই ওই ছাত্রীর বাবা-মা তাকে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনা খুলে বলে ওই ছাত্রী। এরপরেই চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর পরিবারের লোকজন হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করে পুলিশ।
হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে রাতেই ওই দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ আদালতে পেশ করার পাশাপাশি নির্যাতিতা ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হচ্ছে।
[ আরও খবরঃ শিশুর ওপর অমানবিক অত্যাচার, অভিযুক্ত মালদার যুবক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments