স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শপিংমল মালদায়
মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সারা বছর উপার্জনের জন্য মালদা শহরে তৈরি করা হচ্ছে শপিংমল। ইতিমধ্যে ওই মলের জন্য শহরে জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এধরণের শপিংমল তৈরিতে মহিলারা উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক উন্নতির জন্য সারা রাজ্যে মোট ১০টি শপিংমল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রী এই সমস্ত শপিংমলে বিক্রি হবে। এতে ওই মহিলাদের আয় বাড়বে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রীর মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে দামও কম হবে। ফলে সেই সুবিধেও পাবেন সাধারণ মানুষ।
রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন জানান, খুব দ্রুত এই মল তৈরি হবে৷ শুধু মালদা নয়, রাজ্যের ১০টি শহরে এমন মল তৈরি করা হচ্ছে৷ মহিলাদের উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন৷ প্রয়োজনে পরে মহকুমা স্তরেও এমন মল তৈরি করা হতে পারে৷
রাজ্য সরকার এই সিদ্ধান্তে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দীপ্তি মজুমদার, নীতু ত্রিপাঠীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে তাঁরা বাঁশের সামগ্রী তৈরি করছেন। তবে তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য সরকারি মেলার ওপর ভরসা করতে হয়। সেখানে স্টল দিয়েই তাঁদের তৈরি সামগ্রী বিক্রি হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মল তৈরি হলে সকলের উপার্জন বাড়বে। বড়ো অর্ডার পাওয়ার সম্ভাবনাও থাকবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments