Search
লকডাউনে বন্ধ শপিং মল, রাস্তায় পসরা সাজাল কর্মীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 25, 2020
- 1 min read
Updated: Aug 11, 2020
লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শপিং মলগুলি। এই পরিস্থিতিতে কর্মীদের বেতন দিতে রাস্তায় নেমে ব্যবসা শুরু করল শপিং মল। শনিবার মালদা শহরের রথবাড়ি বাজারে নিজেদের দোকান সাজিয়ে বসতে দেখা গেল শপিং মলকেও।
লকডাউনে আর্থিক উপার্জনের জন্য পেশা বদলেছেন বহু রিকশাচালক, টোটোচালক এবং শ্রমিকরা। সামান্য কিছু রোজগারের আশায় সবজি বিক্রি করতে পথেও বসেছেন। এবার তাদের দেখানো পথ অনুসরণ করল শপিংমলও। শনিবার সকালে মালদা শহরের রথবাড়ি বাজারে খাদ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসতে দেখা গেল শপিং মলকেও। সাধারণ বিক্রেতাদের পাল্লা দিতে রাখা হয়েছে উন্নতমানের পরিসেবা। ক্রেতাদের জন্য রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্বও।
[ আগের খবরঃ কোয়ারেন্টাইনে বাসি-গন্ধ খাবার! সেন্টারে এল পুলিশ ]
শপিংমলের এক কর্মী বলেন, লকডাউনে আর্থিক ক্ষতির মুখে পড়েছে শপিং মলগুলি। এই পরিস্থিতিতে কর্মীদের হাতে বেতন তুলে দিতে রাস্তায় নেমে খাদ্যসামগ্রী বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মল কর্তৃপক্ষ।
মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন
টপিকঃ #Lockdown #ShoppingMall
Comments