top of page

ফোন নিয়ে ঝামেলা, স্ত্রীর পরিণতি ভয়ঙ্কর

Updated: Sep 24, 2020

স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে কলকাতায় রেফার করা হয়েছে৷ অভিযুক্ত স্বামী পুলিশি নজরদারিতে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ গতকাল রাতে মালদা শহরের পুড়াটুলিতে ঘটনাটি ঘটেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


অভিযুক্ত স্বামী পুলিশি নজরদারিতে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন

অগ্নিদগ্ধ স্ত্রীর নাম সরস্বতী বর্মণ, বয়স ২১৷ বাড়ি পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায়৷ ৬ বছর আগে পুড়াটুলির শুভ দাস নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই ছেলেমেয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভ পরকীয়ায় যুক্ত এই সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝামেলা হত। গতকাল ও স্বামী-স্ত্রীর মধ্যে ফোন নিয়ে ঝামেলা হয়। এরপরই অগ্নিদগ্ধ হন সরস্বতী। আগুনে শুভর হাতও পুড়ে যায়। এই ঘটনায় সরস্বতীদেবীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুভ বর্তমানে পুলিশি নজরদারিতে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

প্রতীকী ছবি।

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page