স্বনির্ভর হওয়ার সুযোগ! মহিলাদের রেশম কাটার প্রশিক্ষণ
রেশম শিল্প দফতরের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করতে উন্নতমানের রেশম কাটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে কালিয়াচক, মোথাবাড়ি, সহ অন্যান্য ব্লকের মোট ২০ জন মহিলা অংশগ্রহণ করেছেন।
ভারপ্রাপ্ত আধিকারিক অর্চনা চক্রবর্তী জানান, রেশম দফতরের উদ্যোগে ও এসএইচজি ও এসই দফতরের আর্থিক সহযোগিতায় এখানে উন্নতমানের রেশম কাটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক মাস ধরে চলছে এই প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী মহিলাদেরকে গুটি থেকে শুরু করে কিভাবে সুতো কাটা হয় সমস্ত প্রশিক্ষণ দিচ্ছেন দফতরের টেকনিশিয়ানরা। দফতরের লক্ষ্য, মহিলারা এই প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে রেশমের উপরে কাজ করতে পারে।
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী রাখি ঋষি জানান, গুটিপোকা থেকে কীভাবে সুতো তৈরি করা হয়। সুতো কীভাবে কাটা হয়। সে সমস্ত বিষয়ে প্রশিক্ষণে দেওয়া হচ্ছে। আগামী দিনে যাতে আমরা মালদার রেশম সুতো থেকে চাদর, বেনারসি শাড়ি, জামা তৈরি করতে পারি তার জন্য আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
[ আরও খবরঃ ব্রিজ থেকে মহানন্দায় ঝাঁপ এক ছাত্রীর! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments