Search
বেআইনি পোস্ত চাষ করে মালদায় গ্রেফতার ছয়
- Dec 28, 2019
- 1 min read
মালদা জেলার পুলিশ প্রশাসন পোস্ত চাষ রুখতে কড়া পদক্ষপ নিচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে চলছে নজরদারি। গতকাল বৈষ্ণবনগর থানার পুলিশ বিডিও ও বিএলআরও-র সঙ্গে একাধিক জায়গায় হানা দেয়। বেআইনিভাবে পোস্ত চাষ করার অপরাধে গ্রেফতার করা হয় ৬ জনকে। প্রায় ৩ একর জমির পোস্ত চাষ নষ্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৈষ্ণবনগর থানা সূত্রে জানা গেছে, শবদলপুরের দেওয়াপুরে তিন একর জমির পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম পোস্ত গাছ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Comments