top of page

মধ্যরাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছয়টি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছয় পরিযায়ী শ্রমিকের বাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের বলরামপুরের খাট্টিটোলায়। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের একবার দমকল কেন্দ্র স্থাপনের দাবি উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গৌতম মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেই সময় গৌতমবাবুর বাড়িতে ছিলেন তাঁর মা, স্ত্রী সহ দুই সন্তান। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে তাঁরা পালিয়ে আসেন। কিছু সময়ের মধ্যেই সেই আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়ে। চিৎকার চ্যাঁচামেচিতে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হল দমকল কেন্দ্রেও। অভিযোগ, ঘণ্টা দুয়েক পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনেছেন গ্রামবাসীরা।


গৌতমবাবুর স্ত্রী জানান, কীভাবে আগুন ধরল তা জানা নেই। আগুন দেখতে পেয়ে কোনোমতে আমরা ঘর থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি। আমাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘরের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্বামী ভিনরাজ্যে কাজে রয়েছেন। এখনও প্রশাসনিকভাবে কোনও সাহায্য পাইনি।



স্থানীয় বাসিন্দা বেণুকা মণ্ডল জানান, বাড়ির গেট লাগাতে গিয়ে আগুন দেখতে পান গৌতমের স্ত্রী। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে৷ কোনোমতে ওরা ঘর থেকে বেড়িয়ে এসেছে। ঘরের সামগ্রী কিছুই বের করে আনতে পারেনি। গৌতমের বাড়ি থেকে আগুন ছড়িয়ে আরও পাঁচটি বাড়ি ছাই হয়ে গিয়েছে৷ দীর্ঘ প্রচেষ্টার পর এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে৷ দমকলের একটি ইঞ্জিন এসেছিল৷ তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে৷ চাঁচল থেকে দমকল আসতে প্রচুর সময় লেগে যায়৷ প্রশাসনের উচিৎ রতুয়ায় একটি দমকল কেন্দ্র স্থাপন করা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page