সরকারি বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় আহত ৬
সরকারি বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় প্রশাসনিক ভবন চত্বরে আহত ছয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার দুপুরে। ঘাতক গাড়িকে সরিয়ে আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠান স্থানীয় লোকজন। ক্ষিপ্ত জনতা সরকারি গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘাতক গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। আহতদের সঙ্গে দেখা করতে মেডিকেলে ছুটে যান জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার দুপুর একটা নাগাদ সরকারি বোর্ড লাগানো একটি গাড়ি দ্রুত গতিতে এসে বেশ কয়েকজনকে ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। পুরো এলাকায় বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু লোকজন সাহস করে এগিয়ে এসে ঘাতক গাড়িটিকে সরিয়ে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন। প্রত্যক্ষদর্শীদের ক্ষোভ আছড়ে পড়ে সরকারি গাড়িতেও। সামান্য ভাঙচুর চালানো হয় গাড়িতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আহতদের সঙ্গে দেখা করতে মেডিকেলে ছুটে যান জেলাশাসক।
এক প্রত্যক্ষদর্শী অরূপ গোস্বামী বলেন, আমরা কাজ করছিলাম। হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে এসে কয়েকজনকে ধাক্কা মেরে দোকানে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। আহতদের মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। ধোঁয়া কমলে দেখা যায় গাড়ির তলায় তখনও এক মহিলা আটকে ছিল। আমরা গাড়ি সরিয়ে ওই মহিলাকেও উদ্ধার করি। প্রায় ছয়-সাতজনকে মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। চালককে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।
জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুটি বাচ্চা, একজন পুরুষ ও মহিলা মোটামুটি সুস্থ রয়েছেন। আহত এক মহিলা ও পুরুষের আঘাত গুরুতর রয়েছে। গাড়ির চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments