মোটরবাইক, মোবাইল ও ল্যাপটপ সহ গ্রেফতার চোরা কারবারি
চোরাই মোটরবাইক, মোবাইল ও ল্যাপটপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুখুরিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মোটরবাইক চোরাকারবারে যুক্ত এক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। সেই সূত্রে ধরেই নাম উঠে আসে আবু হানজুলার। এরপর থেকেই পুলিশ আবুর খোঁজ করছিল। গতকাল পুলিশের কাছে খবর আসে আবু নিজের বাড়িতে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে হানা দিয়ে পুলিশ আবুকে গ্রেফতার করে। তার হেপাজত থেকে উদ্ধার হয় একটি চোরাই মোটরবাইক, একটি ল্যাপটপ ও চারটি মোবাইল। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ মালদার কান্ডারণ থেকে উদ্ধার বিরল পাইথন ও কিং-কোবরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments