top of page

এসি থেকে বেরিয়ে আসছে একের পর এক সাপ, আতঙ্কিত আধিকারিক

এসি থেকে বেরিয়ে আসছে একের পর এক সাপ। ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার। পরিবার নিয়ে ছুটে যান বাড়ির অন্যপ্রান্তে। খবর দেওয়া হয় সর্পবন্ধু নিতাই হালদারকে। ঘটনাস্থলে পৌঁছে আটটি সাপ উদ্ধার করেন তিনি।


ইংরেজবাজারের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলাশাসকের (উন্নয়ন) বাংলো রয়েছে। জানা গিয়েছে, সেই বাংলোর একটি এসি থেকে সাপ বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিতাই হালদার। উদ্ধার করা হয় আটটি সাপ। নিতাইবাবু জানান, উদ্ধার হওয়া সাপগুলি ঘরোয়া বাতাচিতি। মূলত ঠাণ্ডা জায়গাতেই বাসা বাঁধে এই ধরণের সাপ। শীতের মরশুমে এসি বন্ধ থাকায় সেখানে বাসা বেঁধে বংশবিস্তার করেছে সাপ।



অতিরিক্ত জেলাশাসক বলেন, “প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি পেতে এসি চালিয়েছিলাম। তাতেই বিপত্তি ঘটে। একের পর এক সাপ এসি থেকে বেরোতে শুরু করে। এতগুলো সাপ এসির মধ্যে কীভাবে ঢুকল বুঝতে পারছি না। বন দপ্তরের সহযোগিতায় এক সর্পবন্ধু আটটি সাপ উদ্ধার করেছেন। ওই সাপগুলি বিষধর কিনা জানা নেই। তবে এই ঘটনায় পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Коментарі


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page