Search
করোনা আবহে তৃণমূলের শহীদ দিবসে মানা হল না সামাজিক দূরত্ব
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 21, 2020
- 1 min read
Updated: Nov 18, 2020
করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি অমান্য করেই স্মরণ করা হল তৃণমূলের শহীদ দিবস। আজ সকালে ইংরেজবাজার পুরসভার সামনে প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূলের প্রথম সারির নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ও প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাসের উদ্যোগে শহীদ দিবস স্মরণ করা হয়। এই কর্মসূচিতে তৃণমূলের কর্মী-সমর্থকদের সামাজিক দূরত্ব বিধি অমান্য করেই অংশগ্রহণ করতে দেখা যায়। একই ছবি ধরা পড়ে দুপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি মেনেই কর্মসূচির আহ্বান করা হলেও আবেগে দলীয় কর্মীরা জমায়েত হয়েছেন বলে দাবি করেন প্রসেনজিৎ দাস।
অন্যদিকে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর বলেন, তৃণমূল সুপ্রিমোর নির্দেশে দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের স্মরণ কর্মসূচি শুরু হয়েছে। জেলার প্রতিটি বুথে এই কর্মসূচি পালন হচ্ছে। জেলা কার্যালয়ে ভার্চুয়াল সভাকে সফল করতে দুটি স্ক্রিন বসানো হয়েছে। সেই স্ক্রিনের মাধ্যমে কর্মীরা নেত্রীর বক্তব্য শুনবেন। করোনা আবহে শারীরিক দূরত্ব বৃদ্ধি মান্যতা দিয়ে ও মাস্ক ব্যবহার করে কর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তবে কার্যালয়ের ছোটো জায়গায় অনেক কর্মীরা আবেগের বশে এসেছেন। তাতে সামাজিক দূরত্ব খানিকটা কমেছে। আমরা কর্মীদের সতর্ক থাকার জন্য বারবার অনুরোধ করছি।
Comments