মহানন্দা নদীর ধারে এক বস্তা সকেট বোমা উদ্ধার
বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গাজোলের আলাল অঞ্চলের পাবনাপাড়া এলাকায়। পরে বম্ব স্কোয়াড বোমাগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় এক জেলে মহানন্দা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি এলাকাবাসীকে খবর দেন। খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। বস্তা খুলতেই দেখা যায় প্রচুর সকেট বোমা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বিশাল পুলিশবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পরে বম্ব স্কোয়াডের লোকজন বোমাগুলি নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বস্তায় ২৯টি সকেট বোমা ছিল। কে বা কারা, কেন এই বোমা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments