top of page

'সূর্যগ্রহণ' কুসংস্কার দূর করতে এগিয়ে এল বিজ্ঞান মঞ্চ

২৬ ডিসেম্বর ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারা ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান ছিল। এই দৃশ্য দেখার জন্য মালদা জেলার বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে ক্যাম্প করা হয়েছিল। কিন্তু বিধি বাম। ঘন কুয়াশার কারণে সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়নি। সূর্যগ্রহণকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে সকল কুসংস্কার আছে সেই কুসংস্কার থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। বিদ্যাসাগর কলেজের অধ্যাপক তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সহ-সম্পাদক ডঃ অরুণাভ মিশ্র এই বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


ডঃ অরুণাভ মিশ্রের আলোচনা নীচের ভিডিয়োতে দেখুন


মালদা জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদকমণ্ডলীর সদস্য কমলকৃষ্ণ দাস জানালেন, এই ঘটনাটি আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, আজ গ্রহণ দেখার সঠিক সময় ছিল না। কারণ সকাল থেকেই গোটা আকাশ জুড়ে সাদা কুয়াশার দাপট ছিল, তাই প্রকৃতিপ্রেমী বিজ্ঞান অনুগামীরা এই দুর্লভ দৃশ্য দেখার থেকে বঞ্চিত হয়েছেন। তবে মালদা জেলার কিছু কিছু জায়গাতে এই সূর্যগ্রহণ আংশিক লক্ষ্য করা গেছে। মালদা জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মালদা শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ চশমার মাধ্যমে গ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হলেও ঘন কুয়াশার কারণে তা ভেস্তে যায়।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page