top of page

নজরদারি বাড়ল মালদা টাউন স্টেশনেও

বাংলাদেশের পরিস্থিতির নিরিখে এপার বাংলায় অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এবার মালদা টাউন স্টেশনেও বাড়ানো হল নজরদারি। যাত্রীদের গতিবিধি নজরে রাখার পাশাপাশি স্নিফার ডগ ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে।



মালদা টাউন স্টেশনের এক আরপিএফ আধিকারিক জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে রেল মন্ত্রকের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলেই তল্লাশি চালাতেও নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকা মোতাবেক জিআরপির সহযোগিতায় কাজ শুরু করা হয়েছে। নিয়মিত যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করা হচ্ছে। সন্দেহভাজন কাউকে নজরে এলেই পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সঙ্গে কি কি সামগ্রী রয়েছে আমরা সেসবও খতিয়ে দেখছি। চেকিং-এর জন্য প্ল্যাটফর্মে কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে৷ আট ঘণ্টার জায়গায় অনেক সময় ১২ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে৷ ভাইটাল যাত্রীবাহী ট্রেনে স্পেশাল চেকিং চালানো হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page