top of page

বুলবুলি মোড়ে এসটিএফের জালে দুই ব্রাউন শুগার কারবারি

৯০০ গ্রাম ব্রাউন শুগার সহ দুই কারবারিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


Special Task Force arrested two traders with brown sugar
৯০০ গ্রাম ব্রাউন শুগার সহ দুই কারবারিকে গ্রেফতার

মালদা থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে মালদা থানার পুলিশ ও স্পেশাল টাস্কফোর্সের একটি দল বুলবুলি মোড় এলাকায় দুই ব্যক্তির হেপাজত থেকে ৯০০ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ওই দুই কারবারিকে। ধৃতদের নাম মতিকুল শেখ ও মোহম্মদ সুলেমান খান। ধৃতরা কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page