top of page

গন্তব্যের পথে শ্রমিক বোঝাই বিশেষ ট্রেন মালদায়, মোতায়েন পুলিশ বাহিনী

কেরল থেকে এক হাজার ২০০ শ্রমিক সহ একটি ট্রেন মালদা হয়ে কাটিহার যায়৷


special-train-carrying-migrant-workers

সেই ট্রেনটির ড্রাইভার ও গার্ড মালদা টাউন স্টেশনে পরিবর্তন করা হয়৷ মালদা টাউন স্টেশনে যাতে কোনও শ্রমিক লুকিয়ে না নামতে পারে তার জন্য মালদা টাউন স্টেশনে মোতায়েন করা হয়েছিল পুলিশবাহিনী৷

জানা গিয়েছে, গত ৬ মে কেরল থেকে এক হাজার ২০০ শ্রমিক নিয়ে বিশেষ ট্রেনটি রওয়ানা দিয়েছিল৷ ওই ট্রেনের এক শ্রমিক যাত্রী বলেন, কেরল থেকে প্রত্যেক শ্রমিকের স্ক্রিনিং করিয়ে ট্রেনে ওঠানো হয়েছে৷ ট্রেনেই তাঁদের খাবারের ব্যবস্থাও করা হয়েছিল৷





Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page