শ্রমিক নিয়ে স্পেশাল ট্রেন মালদায়, খাবার না পেয়ে বিক্ষোভ
ভিনরাজ্য থেকে ১,৪৯৭ জন শ্রমিক নিয়ে স্পেশাল ট্রেন এসে পৌঁছল মালদায়। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি মালদা এসে পৌঁছয়। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই খাবারের জন্য বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকেরা। পরে ট্রেনটি উত্তরবঙ্গের শ্রমিকদের নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
ব্যাঙ্গালোর থেকে শ্রমিক নিয়ে স্পেশাল ট্রেন মালদায় আসে আজ। ট্রেনে মালদার ১৮১ জন শ্রমিক ছিল। প্রত্যেক শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করা হয় মালদা টাউন স্টেশনে। পরে ওই শ্রমিকদের বাসে করে বাড়ি ফেরানো হয়। দক্ষিণবঙ্গের শ্রমিকদেরও বাসে করে রওয়ানা করানো হয়। তবে মালদা ছাড়া অন্যান্য জেলার শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়নি। অন্যদিকে, ট্রেনে খাবার না দেওয়ার অভিযোগ তুলে মালদা টাউন স্টেশনে শ্রমিকরা বিক্ষোভ দেখায়। ট্রেনটি উত্তরবঙ্গের পাঁচটি জেলার শ্রমিকদের নিয়ে নিউ জলপাইগুড়ি যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সংবাদের সত্যতা যাচাই করে দ্রুততার সাথে এই খবরটি আপডেট করা হবে…
コメント