top of page

নির্যাতিতা কিশোরীর পড়াশোনার দায়িত্ব নিলেন শ্রীরূপা

ভূতনির কিশোরী ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন রাজ্য বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি। শনিবার সকালে মালদা ভূতনি থানার সনাতনটোলা গ্রামে যান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি। সঙ্গে ছিলেন জেলা বিজেপি নেতা অভিজিৎ মিশ্র সহ এলাকার বিজেপি নেতাকর্মীরা। পরিবারের পাশে থাকার পাশাপাশি নির্যাতিতা কিশোরীর আগামীদিনে পড়াশোনার দায়ভার নিজের নেওয়ার কথা ঘোষণা করেন বিজেপি নেত্রী।


Sreerupa Mitra Chaudhury took learning responsibilty of abused girl
নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন রাজ্য বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি

উল্লেখ্য, ভূতনি থানার সনাতনটোলা গ্রামের আট বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক নাবালকের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। এদিন সেই পরিবারের সাথে দেখা করেন রাজ্য বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি।



তিনি জানান, নির্যাতিতার পরিবার বিজেপির কর্মী বলে এলাকার কেউই তাদের সাথে নেই। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তাই এই কিশোরীকে আঠারো বছর বয়স পর্যন্ত পড়াশোনার দায়িত্ব আমি নিজেই গ্রহণ করলাম। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page