লাগাতার ৬ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ, জ্বলল ক্ষোভের আগুন
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক মিছিলে রাজনৈতিক স্লোগানের অভিযোগ। প্রতিবাদে সিংহবাহিনীর যুবকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযোগ দায়ের হলেও অভিযুক্তদের গ্রেফতার না করার প্রতিবাদে ৬ ঘণ্টা ধরে রাজ্যসড়ক অবরোধ করা হয়। ঘটনাটি ঘটেছে কাজিগ্রামের চণ্ডীপুর এলাকায়।
আজ সকাল ১১টা থেকে ঘোড়াপীড় মোড়ে মালদা-মানিকচক রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশবাহিনী। পুলিশের সামনেই একাধিক টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গতকাল সিংহবাহিনীর কিছু যুবক কাজীগ্রাম এলাকায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করছিলেন। সেই সময় স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান মণ্টু ইসলামের নেতৃত্বে কিছু যুবক মিছিলে হামলা চালায়। কমবেশি আহত হন ১১ জন। গতকালই সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্তরা। ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তদের গ্রেফতার না করায় তাঁদের এই অবরোধ।
ঘটনাপ্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[ আরও খবরঃ আমবাগানে উদ্ধার যুবতির দেহ, খুনের অনুমান গ্রামবাসীর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments