সদ্যোজাত পুত্র সন্তান চুরি ঘুমন্ত মায়ের পাশ থেকে
মাঝেমধ্যেই খবরের শিরোনামে দেখা যায় সদ্যোজাত কন্যাসন্তান হত্যা, নারী নির্যাতনের ঘটনা। অপর দিকে সামনে আসছে পুত্রসন্তান চুরির ঘটনা। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদার মাধাইপুর গ্রামের পাথাড় এলাকায়। ঘুমন্ত মায়ের পাশ থেকে সদ্যোজাত যমজ পুত্র সন্তান চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ দ্রুত তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত সন্ধান মেলেনি চুরি যাওয়া দুই সদ্যোজাতের।
পেশায় মত্স্যজীবী আকতারুল শেখ মাধাইপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী রুমিলা বিবি গৃহবধূ। প্রায় ১ মাস আগে যমজ পুত্র সন্তানের জন্ম দেন রুমিলা। আগেই তাঁর দুই পুত্র সন্তান ছিল। আরো দুই যমজ সন্তানের জন্ম দিয়ে ৪ পুত্রসন্তানের জননী হলেন তিনি। দিন কয়েক আগেই সুস্থ দুই সদ্যোজাতকে নিয়ে ঘরে ফেরেন রুমিলা। অন্যান্য দিনের মত শনিবার রাতেও তিনি সদ্যোজাত দুই ছেলেকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলেন। পাশের ঘরে আকতারুল বড়ো দুই ছেলের সঙ্গে ঘুমোচ্ছিলেন। রাত ২টো নাগাদ রুমিলার চিত্কারে জেগে ওঠেন ঘরের সবাই। চিত্কারে রেহাই মেলেনি প্রতিবেশীদেরও। তখনই সবাই জানতে পারেন, রুমিলার দুই সদ্যোজাত সন্তান উধাও। রাতভর খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি সদ্যোজাত দুই সন্তানের। নিরুপায় হয়ে রবিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী-স্ত্রী। গোটা ঘটনার সিআইডি তদন্তের দাবি আকতারুল-রুমিলার।
মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।
Comentários