top of page

৩৯ হাজার টাকার জালনোট সহ এসটিএফের জালে এক

৩৯ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত যুবক মালবাজার জিআরপি থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। যদিও এনিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃতকে শুক্রবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত যুবকের নাম শুভ নন্দি (৩৪)। বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার বিধানপল্লি এলাকায়। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় হানা দিয়ে ৩৯ হাজার টাকার জাল নোট সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। ধৃত যুবক বীরভূমের তারাপীঠ থেকে মালদা হয়ে জলপাইগুড়ি নিজের বাড়ি ফিরছিল। ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ। এই চক্রে আরও কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page