Search
১৬টি চোরাই মোবাইল উদ্ধার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 10, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
১৬টি চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে শহরের রবীন্দ্রভবন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবককে আজ জেলা আদালতে তোলা হয়েছে।
ধৃত যুবকের নাম ভীম রবিদাস (২৪)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার কর্মদিঘির দোমোহনায়। গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ রবীন্দ্রভবন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সন্দেহজনক এক যুবকে তল্লাশি চালিয়ে ১৬টি চোরাই মোবাইল উদ্ধার হয়। আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের মোবাইল উদ্ধার করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। ধৃত যুবক চোরাই মোবাইলগুলি কালিয়াচক থেকে উত্তর দিনাজপুরে নিয়ে যাচ্ছিল। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
Comentarios