নিকাশি নালায় প্লাস্টিক! কঠোর পদক্ষেপের দিকে চেয়ারম্যান
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের ওপর ক্ষোভ উগড়ে দিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। নিকাশি নালায় আবর্জনা ফেললে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার সকালে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালানো হয়। এরপরই হাসপাতাল চত্বর পরিদর্শনে আসেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। হাসপাতাল চত্বর পরিদর্শন করার পর তিনি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন নিকাশি নালা পরিদর্শন করেন। নিকাশি নালার পরিস্থিতি দেখে ব্যবসায়ীদের ওপর ক্ষোভ উগড়ে দেন চেয়ারম্যান।
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, আজ সকাল থেকেই হাসপাতাল চত্বর জুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হয়। প্রচুর নোংরা জমে গিয়েছিল। হাসপাতালের সামনের ব্যবসায়ীরা নোংরা-আবর্জনা ফেলে নিকাশি নালাগুলি বন্ধ করে দিয়েছে। তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments