top of page

বনধের মিশ্র প্রভাব মালদায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সমর্থকদের

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের প্রথম দিন মিশ্র প্রভাব দেখা গেল জেলা জুড়ে। মালদা শহরে বনধের সামান্য প্রভাব পড়লেও চাঁচল মহকুমা এলাকায় বনধের ভালো প্রভাব দেখা গিয়েছে। ওই এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের ধস্তাধস্তি, টায়ার জ্বালিয়ে বনধের সমর্থনে রাস্তায় নামার মতো ঘটনাও সামনে এসেছে।


মালদা শহরে বেসরকারি যানবাহন সেভাবে পথে নামেনি। সরকারি যানবাহন স্বাভাবিকভাবেই চললেও যাত্রী সংখ্যা ছিল সীমিত। শহরের দোকানপাটের বেশিরভাগ বন্ধ রয়েছে। সকাল থেকে বনধ সমর্থকরা রাস্তায় নেমে বেশ কিছু যানবাহন চালকের কাছে বনধ পালনের আহ্বান জানান।



অন্যদিকে, মালতিপুরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বনধ সমর্থকরা। অবরোধের জন্য ছয়জন বনধ সমর্থককে আটক করে চাঁচল থানার পুলিশ। পাশাপাশি একটি লরিতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বনধ সমর্থকদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুরে বনধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকর্মীদের সঙ্গে বনধ সমর্থকদের ধস্তাধস্তি হয়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page