top of page

৫০০ গ্রাম ব্রাউন শুগার সহ ধৃত দুই পড়ুয়া

  • Feb 17, 2020
  • 1 min read

Updated: Sep 28, 2020

গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি ব্রাউন শুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের কানি মোড় এলাকায় হানা দিয়ে ব্রাউন শুগার সহ এই দুই জন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত ওই দুই পড়ুয়ার নাম রিংকি সিংহ ও রাজু মণ্ডল। রিংকির বাড়ি পুরাতন মালদার সদরঘাট এলাকায়। রাজু কালিয়াচক থানার দুইশত দিঘি এলাকার বাসিন্দা। ধৃত দুই পড়ুয়ার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন শুগার, দুটি মোবাইল এবং ২ হাজার টাকার ভারতীয় নোট।



পুলিশ সূত্রে জানা গেছে, রিংকি গৌড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অন্যদিকে রাজু সাউথ মালদা কলেজের ছাত্র। তারা কলকাতার কোনও এক ব্যক্তির কাছে ব্রাউন শুগার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page