top of page

দশম শ্রেণির পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য মানিকচকে

দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।


মৃত ছাত্রের নাম আশরাফ আলম (১৬)। আশরাফ স্থানীয় গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বাবা আফজাল হোসেন টোটো চালক। পরিবার সূত্রে জানা গেছে, আশরাফ বরাবরই মেধাবী ছাত্র ছিল। সোমবার রাতে পরিবারের লোকেদের সাথে খাওয়া-দাওয়া সেরে ঘরে ঘুমোতে যায় আশরাফ। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনও সাড়া পাননি। এরপরই পরিবারের লোকজন ঘরের মধ্যে আশরাফের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ।


পরিবারের লোকজন জানিয়েছে, বাড়িতে কিংবা প্রতিবেশীদের সঙ্গে কোনোরকম গণ্ডলগোল হয়নি আশরাফের। কী কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।


প্রতীকী ছবি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Σχόλια


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page