শৌচালয়ের প্রাচীর ভেঙে মৃত পড়ুয়া, আহত আরও এক
স্কুলের শৌচালয়ের প্রাচীর ভেঙে মৃত্যু হল এক পড়ুয়ার। গুরুতর আহত হয়েছে আরেক পড়ুয়া। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঙ্গীটোলা হাইস্কুলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি এলাকায়।
মৃত পড়ুয়ার নাম জিসান শেখ (১৭)। বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা ফিল্ড এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে জিসান মোমিন (১৮)। বাড়ি মোথাবাড়ির জোতঅতন্তপুর এলাকায়। দুই পড়ুয়া একাদশ শ্রেণিতে পাঠরত ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে টিফিনের সময় শৌচালয়ে গিয়েছিল দুই পড়ুয়া। সেই সময় শৌচালয়ের প্রচীর ভেঙে পড়ে যায়। গুরুতর আহত হয় দুই পড়ুয়া। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিকেলে ভরতি করা হয়। চিকিৎসকরা জিসান শেখকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ওপর গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন।
[ আরও খবরঃ নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments