পরীক্ষায় ফল খারাপ হওয়ায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী
মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল ভালো না হওয়ায় বকাবকি করেছিলেন পরিবারের লোকজন। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সামণ্ডাই কলোনিতে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রীর নাম অঙ্কিতা নন্দী (১৫)৷ অঙ্কিতা মালদা শহরের কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকালই স্কুলে টেস্ট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। দুটি বিষয়ে খুব খারাপ ফল হয়েছিল অঙ্কিতার। এনিয়ে পরিবারের লোকজন বকাবকি করেছিলেন। সেই অভিমানে আজ সকালে ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে যায় সে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে অঙ্কিতার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি অঙ্কিতাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অঙ্কিতার এক আত্মীয় সুব্রত নন্দী জানান, গতকাল মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল। খারাপ ফল হওয়ায় অঙ্কিতাকে বকাবকি করেছিলেন অভিভাবকরা। সেই অভিমানেই আজ সকালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments