বন্দে ভারত এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর
বন্দে ভারত এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রীর। গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে সামসী স্টেশনের রেল গেট সংলগ্ন এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ।
মৃত ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল (১৬)। বাড়ি ইটাহার থানার চাকলাঘাট গ্রামের মণ্ডল পাড়া এলাকায়। বাসন্তী ইটাহারের কাপাসিয়া এএমআই হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বাসন্তী মানিকচকের ভূতনিচরে দিদির বাড়ি বেড়াতে এসেছিল। গতকাল সন্ধেয় দিদি-জামাইবাবুর সঙ্গে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। সামসী রেলগেট সংলগ্ন এলাকায় শৌচকর্মের প্রয়োজন পড়ে দুই বোনের। দুজনেই রেল লাইনের ধারে নির্জন এলাকায় যায়। সেই সময় ওই লাইন দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছিল এনজেপি থেকে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস৷ তা বুঝতে পারেনি বাসন্তী। বন্দে ভারত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।
এই দুর্ঘটনার পর সামসী রেলগেট এলাকায় ফের ফ্লাইওভার কিংবা আন্ডারপাস নির্মাণের দাবি উঠেছে৷ স্থানীয়দের অভিযোগ, রাজ্য সরকার জমিদাতাদের সঠিক দাম দিতে না চাওয়ায় এই কাজ শুরু হচ্ছে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments