রেললাইনে ভিডিয়ো শুট, ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ছাত্রের দেহ
সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিয়ো বানাতে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রের নাম মনোজ মণ্ডল (১৫)৷ বাড়ি ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়৷ মনোজ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। জানা গিয়েছে, গতকাল ভোলা রায় নামে এক বন্ধুর সঙ্গে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল মনোজ৷ দুপুরে সেখানে রেললাইনের ধারে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য ভিডিয়ো শুট করছিল দুই বন্ধু৷ সেই সময় একটি মালগাড়ি ওই এলাকা দিয়ে যাচ্ছিল৷ ভিডিয়ো শুটের তালে সেটা খেয়াল করতে পারেনি দুই বন্ধু৷ ভোলা সেই সময় লাইনের বাইরে থাকলেও মনোজ রেললাইনের ওপরে ছিল। মালগাড়ির ধাক্কায় মনোজ লাইন থেকে ছিটকে পড়ে৷ ভোলা সমস্ত ঘটনা পরিবারের লোকদের জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
留言