top of page

বসন্ত উৎসবে মাতল বার্লো স্কুলের পড়ুয়ারা

বসন্ত উৎসব পালন করল মালদা বার্লো গার্লস হাইস্কুলের ছাত্রীরা। বুধবার দুপুরে স্কুলের মাঠে প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে আবির মাখিয়ে একে অপরকে দোল উৎসবের শুভেচ্ছা বিনিময় করা হয়।


student-of-barlow-school-are-celebrate-spring-festival
বার্লো গার্লস হাইস্কুলে বসন্ত উৎসব পালন

স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান,

ছাত্রীরা দীর্ঘদিন উৎসবে সামিল হতে পারেনি। তাই ছাত্রীদের মন ভরাতে স্কুলে বসন্ত উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ নাচ-গান-আবির খেলার মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়েছে। ছাত্রীদের পাশাপাশি এই উৎসবে শিক্ষকদেরও যথেষ্ট উৎসাহ ছিল।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page