আমের জন্য অত্যাচারের শিকার ছাত্র, পলাতক বাগান মালিক
শরীরচর্চা করতে গিয়ে গাছে ঝাঁকুনি লেগে মাটিতে ভেঙে পড়ে আম। সেই অপরাধে ওই ছাত্রের হাত পা বেঁধে চলল মারধর। সেই ঘটনা আবার ক্যামেরাবন্দি করেছেন ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের শোভানগরে।
আক্রান্ত ছাত্রের নাম রাহুল কর্মকার। রাহুল শোভানগর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে নিয়মিত নিজের স্কুলের মাঠে দৌড়তে যায়। অভিযোগ, আজ দৌড়নোর পর মাঠের পাশের আমবাগানে সে কিছুক্ষণ ব্যায়ামচর্চা করছিল। সেসময় গাছে ঝাঁকুনি লেগে একটি আম ভেঙে মাটিতে পড়ে। সেই অপরাধে রাহুলের হাত-পা বেঁধে মারধর করে আমবাগানের মালিক অনিদ্র ঝাঁ। মারধরের ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন স্থানীয়রা। মিলকি ফাঁড়িতে সমস্ত ঘটনা জানিয়ে আমবাগানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে রাহুল। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার পর আমবাগানের মালিক পলাতক।
Comentarios