top of page

মাসকেট নিয়ে টানাটানির জেরে গুলিবিদ্ধ দুই

  • Mar 11, 2020
  • 1 min read

দুই দুষ্কৃতীর মাসকেট নিয়ে টানাটানির জেরে গুলিবিদ্ধ হলেন দুইজন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বীরনগর গ্রামপঞ্চায়েতের রাজনগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



গুলিবিদ্ধরা হলেন নিবারণ সাহা ও শেফালী মণ্ডল। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল মণ্ডল ও নিত্যমণ্ডল মাসকেট নিয়ে টানাটানি করছিল। হঠাৎ মাসকেট থেকে গুলি বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হন নিবারণ সাহা ও শেফালী মণ্ডল। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পুলিশ।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page