হঠাৎ অসুস্থ, হাসপাতালেই পরীক্ষা ছাত্রীর
মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ ছাত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। পরে প্রশাসনের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই ছাত্রীর জন্য। ঘটনাটি ঘটেছে মানিকচকে।
হাই মাদ্রাসা পরীক্ষা দিচ্ছিলেন উত্তর চণ্ডীপুর খোসবরটোলা হাইমাদ্রাসা স্কুলের ছাত্রী মাহমুদা খাতুন। পরীক্ষা চলাকালীন হঠাৎ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মাহমুদা। প্রশাসনের পক্ষ থেকে ওই ছাত্রীর জন্য সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
[ আরও খবরঃ সুখের জোয়ারে চাঁদেই পাড়ি মালদার দম্পতির, কিনলেন জমি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments