top of page

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করল এক বিএসএফ জওয়ান। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকার বিএসএফ ক্যাম্পে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিএসএফ জওয়ানের নাম শংকর ছেত্রী৷ বয়স ৩৪ বছর৷ শংকরবাবুর বাড়ি নেপালে৷ তাঁর পরিবার ও আত্মীয়রাও নেপালে থাকেন৷ তবে তাঁর এক নিকটাত্মীয় সিকিমে বসবাস করেন৷ সেখানে থেকেই বড়ো হয়েছিলেন তিনি৷ সিকিমের ঠিকানা দেখিয়ে তিনি সীমান্ত রক্ষীবাহিনীর চাকরিতে যোগদান করেন৷ গত মার্চ মাসে ৪৫ দিনের ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি৷ কিছুদিন আগে বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেন৷ গতকাল নারায়ণপুরে ৪৪ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পাসেই তাঁর ডিউটি ছিল৷ ডিউটি চলাকালীনই ইনসাস রাইফেলের নল চিবুকে ঠেকিয়ে গুলি চালান তিনি৷ গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ তড়িঘড়ি তাঁকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

শংকরবাবু কেন আত্মঘাতী হলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড়িতে ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন শংকরবাবু৷ তাঁর সহকর্মীরাও তা লক্ষ করেছেন৷ কিন্তু তা নিয়ে কাউকে কিছু বলেননি তিনি৷ পুলিশ আপাতত শংকরবাবুর সিকিমের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে৷ তবে এখনও পর্যন্ত তাঁর পরিবারের লোকজন মালদায় এসে পৌঁছোয়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page