top of page

মিটারে কারচুপির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের, আত্মহত্যা পঞ্চাশোর্ধ ব্যক্তির

বয়স্ক এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার খইহাট্টা এলাকায়৷ মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সাহা৷ বয়স ৫১৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে মালদা থানার পুলিশ৷ স্থানীয়দের অভিযোগ, এই আত্মহত্যার পিছনে রয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকি৷ যদিও সেব্যাপারে এখনও মালদা থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি৷ এনিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিদ্যুৎ দপ্তরের কোনও কর্তারও৷


মৃতের বাড়ি পুরাতন মালদা পুরসভার খইহাট্টা এলাকায়৷ বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছেন এক ছেলে৷ স্থানীয় ফুটানি মোড়ে বিশ্বনাথবাবুর সাইকেল মেরামতির দোকান রয়েছে৷ এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত তিনি৷ এদিন সকালে বাড়ি থেকে সামান্য দূরে রশিলাদহ এলাকায় একটি আম বাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা৷ খবর পেয়ে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়৷


মিটারে কারচুপির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের, আত্মহত্যা পঞ্চাশোর্ধ ব্যক্তির

এলাকার বাসিন্দা উজ্জ্বল সাহা বলেন, কিছুদিন আগে বিশ্বনাথবাবুর বৈদ্যুতিক মিটারে গোলযোগ দেখা দেয়৷ তা নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে মিটার পরিবর্তনের আবেদন জানান৷ গতকাল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে আসেন৷ তাঁর মিটার পরিবর্তনও করে দেওয়া হয়৷ কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিশ্বনাথবাবুকে হুমকি দেন, তাঁর মিটারে কারচুপি করা হয়েছিল৷ তার জন্য তাঁকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ একই সঙ্গে তাঁর ৩ মাসের জেলও হবে৷ সেকথা শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন বিশ্বনাথবাবু৷ এদিন সকালে দোকান যাওয়ার নাম করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান৷ কিন্তু দোকান না গিয়ে তিনি রশিলাদহ এলাকায় সর্বমঙ্গলা মন্দিরের কাছে একটি আম বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরই দায়ী করেছেন উজ্জ্বলবাবু৷

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে থানায় বিশ্বনাথবাবুর বিরুদ্ধে মিটারে কারচুপি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে মামলাও চালু হয়েছে৷ এই ঘটনায় বিশ্বনাথবাবুকে প্রায় ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হত৷ তাঁকে এদিনই পুরাতন মালদা বিদ্যুৎ দপ্তরে দেখা করতে বলা হয়েছিল৷ কিন্তু এদিন সকালে রশিলাদহ এলাকার একটি আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মালদা থানার আইসি মানবেন্দ্রনাথ সাহা জানিয়েছেন, ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাঁরা মালদা মেডিক্যালে পাঠিয়েছেন৷ তবে এই ঘটনায় মৃতের পরিবারের তরফে তাঁদের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ অভিযোগ দায়ের হলে তাঁরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন৷ তবে এই ঘটনায় এদিন পুরাতন মালদা বিদ্যুৎ দপ্তরের কোনও আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ যদিও ঘটনাটি নিয়ে বিদ্যুৎ দপ্তরে চলছে ফিসফাস আলোচনা৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page