মন্ত্রীত্বের শপথের পর গৌড়বঙ্গে পা রেখেই শাসকদলকে আক্রমণ সুকান্তর
মন্ত্রীত্বের শপথ নেওয়ার পর গৌড়বঙ্গে পা রাখতেই তৃণমূলকে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক যোগ দিবসে সকলের সঙ্গে যোগাভ্যাসও করেন তিনি।
আজ সকালে পদাতিক এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। সার্কিট হাউসে খানিক বিশ্রাম নিয়ে গনি খান চৌধুরী ইন্সটিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ গণি খান চৌধুরী ইন্সটিটিউট অফ টেকনোলজিতে আমরা দশম বিশ্ব যোগ দিবস পালন করলাম৷
নিট কেলেঙ্কারি প্রসঙ্গে সুকান্ত বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, তার মধ্যে পার্থক্য আছে৷ রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে, সেটা খোদ সরকারের বিরুদ্ধে৷ কিন্তু নিট বাতিল নিয়ে বিরোধীদের অভিযোগ নেই৷ আমাদের সরকার ডার্ক ওয়েবে প্রশ্ন বিক্রি দেখে সেই পরীক্ষা বাতিল করেছে। তদন্তের দায়িত্বভার দিয়েছে সিবিআইকে। আমাদের সরকার ইচ্ছে করলে চেপে যেতে পারত৷ কিন্তু সেটা করা হয়নি৷ অন্যদিকে, পশ্চিমবঙ্গে মন্ত্রীর বাড়ি থেকে চাকরি বিক্রির কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিলে রাজ্য সরকার সাধারণ মানুষের টাকা খরচ করে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে৷
![](https://static.wixstatic.com/media/73f23a_bdcd758ff85843c0a34b93d824786728~mv2.jpg/v1/fill/w_910,h_606,al_c,q_85,enc_auto/73f23a_bdcd758ff85843c0a34b93d824786728~mv2.jpg)
আমলাদের কাটমানি বা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে সুকান্ত বলেন, যে দল সরকার চালাচ্ছে, তাদের সহায়তা ছাড়া কোনও আমলার কাটমানি নেওয়ার সাহস হবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, কেউ কাটমানি নেবেন না, ঘুষ নেবেন না৷ তারপরেও আমলারা কাটমানি নেবেন, এটা বিশ্বাসযোগ্য নয়৷ মানুষকে বোকা বানানোর জন্য এসব বলছেন তিনি৷ তৃণমূল আমলে পরিষ্কার নীতি, ফেল কড়ি মাখো তেল৷ এই সরকারের আমলে পয়সা ছাড়া কোনও কাজ হয় না৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments