বেতন হয় নি মালদা শিল্পতালুকে, অনশনের হুঁশিয়ারি শ্রমিকদের
লকডাউনে অন্যান্য শ্রমিকদের মতো সংকটে পড়েছে পুরাতন মালদার নারায়ণপুরে সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিজের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা৷
এই দুরবস্থায় ওই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন, সিআইটিইউ৷ অবিলম্বে সমস্ত শ্রমিকদের কাজের সুব্যবস্থা করা, সমস্ত শিল্পতালুকগুলি পুনরায় চালু করা সহ একাধিক দাবি নিয়ে আজ কারখানার সামনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ৷ দ্রুত সমস্ত শ্রমিককে পুরো বেতন না দেওয়া হলে এবং সব শ্রমিককে কাজে নিয়োগ না করা হলে শ্রমিকরা অনশন আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিআইটিইউ নেতৃত্ব৷
[ আরও খবরঃ পোকা দমনে ব্যর্থ পাট চাষি, গোলায় শ্রমিকের অভাব ]
পুরাতন মালদার নারায়ণপুরে গড়ে ওঠা শিল্পতালুকে ২০০৪ সালে সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিজের কারখানা স্থাপিত হয়৷ শ্রমিকদের দাবি, স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে প্রায় পাঁচশো শ্রমিক কাজ করেন সুখজিৎ ইন্ডাস্ট্রিতে৷ লকডাউনের মধ্যেও কারখানায় উৎপাদন চালু রয়েছে৷ তবে সরকারি নির্দেশিকা মেনে মাত্র ৩৩ শতাংশ শ্রমিককে নিয়ে উৎপাদন কাজ চলছে৷ শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসে যাঁদের কারখানায় কাজে নিয়োগ করা হয়েছিল, তাঁদের পুরো বেতন দেওয়া হয়েছে৷ কিন্তু যে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক বাড়িতে পাঠানো হয়েছিল, এপ্রিল মাসে তাঁদের পুরো বেতন দেওয়া হয়নি৷ এরই প্রতিবাদে আজ সিআইটিইউ-এর সমর্থনে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ দেখায়।
টপিকঃ #Lockdown
תגובות