top of page

কবিগুরু এখন তালাবন্দি রবীন্দ্রভবনে

প্রয়াণ দিবসে তালা বন্ধ কবিগুরু। রাজ্য জুড়ে করোনা আবহের মধ্যেও সমস্ত নিয়ম মেনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালন করা হচ্ছে। অথচ মালদা শহরের এক প্রান্তে অবস্থিত রবীন্দ্রভবনে তালাবন্দি থাকল কবিগুরু। এনিয়ে একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কেন তিরোধান দিবসে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানানো হল না এই প্রশ্নের মুখে পুরসভা ও প্রশাসনকে দাঁড় করিয়েছে সাধারণ মানুষ।




২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রতিবছরই কবিগুরুর প্রয়াণ দিবসকে ঘিরে নানান ধরনের কর্মসূচি পালন করে থাকে পুরসভা এবং জেলা প্রশাসন। মালদা শহরের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা এলাকা থেকে সামান্য দূরে রয়েছে রবীন্দ্রভবন। এই রবীন্দ্রভবনে এক সময় নানান ধরনের সাংস্কৃতিক চর্চা, কবিগুরুর লেখার উপর নানান ধরনের গীতিনাট্য অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরেই এখন সেই রবীন্দ্রভবন জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এমনকি তিরোধান দিবসে রবীন্দ্রভবনের তালা খুলে শ্রদ্ধার্ঘ্য পর্যন্ত জানানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page