top of page

শপথ নিয়ে ফিরলেন মন্ত্রী, হেলমেট ছাড়া চলল বাইক মিছিল

শপথ গ্রহণ করে জেলায় ফিরলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দফতরের প্রতিমন্ত্রী তজমূল হোসেন। তাঁকে নিয়ে চলল তৃণমূলের রোড-শো। হেলমেট ছাড়াই রাস্তা দাপালেন তৃণমূল নেতা-কর্মীরা।


তজমূল সাহেবকে সংবর্ধনা দিতে সকাল থেকেই স্টেশনে হাজির হয়েছিলেন ব্লক স্তরের নেতাকর্মীরা। স্টেশনে সংবর্ধনা দেওয়ার পর হুড খোলা গাড়িতে শুরু হয় তৃণমূলের রোড-শো। ব্যান্ড বাজিয়ে আবির খেলার পাশাপাশি চলে মিষ্টিমুখও। কয়েক হাজার কর্মী-সমর্থকের মোটরবাইক মিছিল হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে শহিদ মোড়, ইসলামপুর, মহেন্দ্রপুর, ভবানীপুর, হয়ে বাংরুয়া গ্রামে তজমূল সাহেবের বাড়িতে গিয়ে শেষ হয়।



তজমূল সাহেব কাপড় ফেরি করতেন। শৈলেন সরকারের হাত ধরে রাজনীতিতে প্রবেশ তাঁর। পরে ফরওয়ার্ড ব্লকের হয়ে বিধানসভা নির্বাচনে জয় লাভ করেন তিনি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তৃণমূলে যোগ দেন তজমূল সাহেব। ২০১৬ বিধানসভা নির্বাচনে হেরে গেলেও গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের বিধায়ক হন তিনি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page