top of page

স্কুলে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের একটি স্কুলে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত শিক্ষকের নাম মহঃ রকিব, বয়স ২৬। শনিবার বিকেলে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বোরোল প্রাথমিক বিদ্যালয় থেকে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।



জানা গেছে, মৃত শিক্ষক তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামের বাসিন্দা। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ সালালপুর এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক পুত্র সন্তান। মৃতের আত্মীয়রা জানান, এলাকায় রকিবের সুনাম রয়েছে। তাঁর মৃত্যুর বিষয়টি পুরোপুরি রহস্যজনক বলেও দাবি করছেন পরিবারের লোকজন৷


হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page