চার কন্যা সন্তানের জন্ম দিলেন নাবালিকা, উঠছে একাধিক প্রশ্ন
একই সঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন নাবালিকা। চার শিশুই ওজনে অনেকটা কম। ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে বাল্য বিবাহ রোধে সরকারের তরফে এত উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে কেন বাল্য বিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না? যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, গত কয়েক বছরে পরিসংখ্যান অনেকটা কমেছে।
গত শুক্রবার রাতে মালদা মেডিকেলের মাতৃ-মা বিভাগে চার কন্যা সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরিবারের তরফে মেডিকেলে মেয়ের বয়স ১৮ জানানো হলেও আধার কার্ডে এখনও তার বয়স ১৮ হয়নি। মেডিকেল ও পরিবার সূত্রে খবর, ওই নাবালিকার জন্ম দেওয়ার চার শিশুর মধ্যে তিন শিশুর ওজন কমবেশি ১ কেজি ৩০০ গ্রাম। আরেক শিশুর ওজন এক কেজি থেকে সামান্য বেশি। এই মুহূর্তে তিনটি বাচ্চা সুস্থ থাকলেও সবচেয়ে কম ওজনের বাচ্চাটিকে অক্সিজেন দিতে হচ্ছে।

এখানেই মালদা জেলা প্রশাসনের বাল্য বিবাহ রোধের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, আগে মালদা জেলাতে গর্ভবতী নাবালিকার সংখ্যাটা প্রায় ২১ শতাংশের কাছাকাছি ছিল। এখন তা কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশে। বাল্য বিবাহ রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সবরকম প্রচেষ্টা চালাচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments