top of page

বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, চিকিৎসাধীন আরও সাত

সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের৷ আহত হয়েছেন আরও সাতজন৷ আহতরা বর্তমানে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া-২ নম্বর ব্লকের শ্রীপুর এলাকায়৷


পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রতুয়ায় জেলা আইএনটিটিইউসির তরফে একটি প্রতিবাদ সভা ছিল। সভা শেষে রাতে টোটোয় বাড়ি ফিরছিলেন বেশ কয়েকজন৷ রাস্তায় একটি চারচাকার ছোট গাড়ি টোটোটিকে ধাক্কা মারে৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মালতিপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন৷ কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। রাতে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেহবুব আলমের (১১)।


teenager-died-in-accident-on-way-home
চারচাকার ছোট গাড়ি টোটোটিকে ধাক্কা মারে

এদিকে, ঘটনার খবর পেয়ে রাতেই মালদা মেডিকেল কলেজে ছুটে আসেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল৷ তিনি জানান, একটি ছোটো গাড়ি গাজোল থেকে শ্রীপুরের দিকে আসছিল৷ এই গাড়িটি একটি টোটোতে ধাক্কা মারে। সেই টোটোতে দলের কর্মী-সমর্থকরা বাড়ি ফিরে যাচ্ছিলেন৷ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও সাতজন। তারমধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page